গাজীপুরে ফায়ার সার্ভিসের দুটি মডার্ন স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
রনি আহম্মদ
গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি নতুন মডার্ণ স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যডভোকেট আ.ক.ম মোজাাম্মেল হক এমপি গতকাল শনিবার ১১টি মর্ডাণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২৪ অক্টোবর ২০২০ শনিবার সকালে মন্ত্রী মহোদয় প্রথমে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস চৌরাস্তা মোড়ের পাশে,পেয়ারা বাগান এলাকায়,এক একর ৩৮ শতাংশ জমির উপর চারতলা বিশিষ্ট মডার্ণ ফায়ার সার্ভিস ষ্টেশন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকা। পরে দুপুরে তিনি কাশিমপুরে সারাব এলাকায় ৮০ শতক জমির উপর অপর একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
গাজীপুরের মাননীয় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান।ঢাকার সহকারী পরিচালক মোঃ সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক মোঃ শহীদ আতাহার হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,এবং ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।